রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দেওয়া শিক্ষার্থীদের হাতের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় জুবেরি ভবন কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এই অভিযোগ করেন।মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ইতোমধ্যে কয়েকজনের নাকি হাতের অমোচনীয় কালি প্রায় মুছে যাচ্ছে। একেবারেই পুরা উঠে গেছে এরকম না, প্রায় মুছে যাচ্ছে। গতকাল চাকসুতে এ সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি, এখানে যেন এমনটি না হয়। কিন্তু প্রশাসনকে বিভিন্ন সমস্যা আগে থেকে অবহিত করলেও তারা তড়িৎ সিদ্ধান্ত নেয় না।তিনি আরও বলেন, আমরা আগে থেকেই যে ব্যাপারগুলো অবহিত করি, সেগুলোর ব্যাপারে প্রশাসন গুরুত্ব দিলে নির্বাচনটা আরও সুন্দরভাবে সম্পন্ন করতে তাদের সুবিধা হতো। এখন যদি কোন পদক্ষেপ নেওয়ার সুযোগ...