যশোর: এবারের এইচএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০টি কলেজ থেকে একজনও পরীক্ষার্থী পাশ করেননি। তাদের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ থেকে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি একজনও। একই অবস্থা খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ, সদরের হোম ইকোনমিক্স কলেজ, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের।এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ডুমুরিয়া মডেল কলেজ থেকে একজন, সদরের হোম ইকোনমিক্স কলেজ থেকে একজন, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির থেকে পাঁচজন, তেরখাদার আর্দশ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি। অন্যদিকে, মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি কলেজ থেকে আটজন, রাওতারা এইচ এন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ...