রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জুবেরি ভবন ভোটকেন্দ্রে নিজের ভোট দেন। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আপাতত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশে আমরা সন্তষ্ট। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাইনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম দেখলে কমিশনকে জানাব।আরও পড়ুনআরও পড়ুনএজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। রাকসুতে নিজে ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি। তিনি বলেন, আমরা আশা...