অতিরিক্ত নম্বর নয়, ন্যায্য নম্বর দিয়ে সত্য গ্রহণ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, আগে ভালো ফল দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছিল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এ বছরের এইচএসসির ফল অনেককেই অবাক করেছে। ফলাফল ভালা দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলেছিল। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, সৎ ও বাস্তব শিক্ষা ব্যবস্থা।’ উপদেষ্টা বলেন, ‘অতিরিক্ত নম্বর নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সত্যকে গ্রহণ করা হয়েছে। ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সামনের সপ্তাহে শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হবে।’ তিনি জানান, প্রত্যেকটি শিক্ষা বোর্ডেকে ফলাফল মূল্যায়ন করতে বলা হয়েছে। এইচএসসি...