এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবছরও এগিয়ে ছাত্রীদের সাফল্য। পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই মেয়েরা ছাত্রদের পেছনে ফেলেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। এর মধ্যে ছাত্র উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন এবং ছাত্রী উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। ছাত্রের চেয়ে ৮৭ হাজার ৮১৪ জন বেশি ছাত্রী এবারে পাস করেছেন। পাসের হার ছাত্রদের ৫৪ দশমিক...