রাজশাহী বিশ্ববিদ্যালয়কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। নির্বাচনে ভোট দিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫টি বাসে অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোট দিতে আসছেন। ইতোমধ্যে রাজশাহী শহর ও আশপাশ থেকে ২টি বাস ক্যাম্পাসে পৌঁছেছে।বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, সকাল ৮টা, ৯টা ও দুপুর ১২টা, বিকেল ৪টায় এবং সর্বশেষ ৫টা ১৫ মিনিটে যাতায়াত করবে বাস।প্রশাসন জানিয়েছে, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৬টি ধাপে শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য আমরা ২৫টি বাস চালু করেছি। বিকেল ৪টা থেকে সবাই আবার ফিরতে পারবেন। ৪টা ও ৬টায়...