রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক দ্রব্যের গুদাম ও পোশাক কারখানায় আগুনে ১৬ জন নিহত হওয়ার ঘটনা ফের স্মরণ করিয়ে দিল ঢাকা এখনো রাসায়নিকের গুদামের ঝুঁকিতে। নিমতলী বা চুড়িহাট্টার মতো ভয়াবহ ট্র্যাজেডির পরও অবৈধ রাসায়নিক কারখানার লাগাম টেনে ধরা যায়নি। উল্টো ফায়ার সার্ভিস বলছে, মিরপুরের রূপনগরে আগুন লাগা রাসায়নিক গুদামের আশপাশে এমন আরো অনেক এমন গুদাম রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, গত ২০১০ সালে নিমতলীতে ১২৪ জনের প্রাণহানি কিংবা ২০১৯ সালে চুড়িহাট্টায় ৭১ জনের মৃত্যুর পরও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। ঝুঁকি সম্পর্কে সবাই জানলেও রাজধানীর আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে অবৈধ রাসায়নিকের গুদাম এবং অনুমোদনহীন স্থাপনার কার্যক্রম চলছেই। তারা বলছে, দেশের অধিকাংশ এ ধরনের উৎপাদন বা বিপনন প্রতিষ্ঠান একটা মৃত্যুফাঁদ। আর এ ফাঁদ তৈরিতে নজরদারির দ্বায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়ী। যতদিন পর্যন্ত আমরা এই...