রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় প্রায় ২৫ শতাংশের মত ভোট পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সাড়ে তিন দশক পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সপ্তদশ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা ১০টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বেড়েছে। কেন্দ্রের সামনে আড্ডায়ও মেতেছেন শিক্ষার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। দুপুর ১২টায় রাকসু কোষাধক্ষ্য অধ্যাপক সেতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“প্রথম তিন ঘণ্টায় ২৫ শতাংশের মত ভোট হয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন।” এদিকে জুবেরী ভবনের সৈয়দ আমীর আলী হল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হারুনর রশীদ জানান, সেখানে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রের ভোটা সংখ্যা ১২৩৩, এর মধ্যে ৪০২টি ভোট পড়েছে। আর সেখানে...