বলিউডের ঝলমলে দীপাবলি পার্টিতে এবার যেন ছড়িয়ে পড়ল এক অন্য রোমাঞ্চ। মণীশ মালহোত্রর বাড়ির আলো-আড়ম্বরের মধ্যেই নজর কেড়ে নিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখকন্যা সুহানা খান। একসঙ্গে হাসি, ফিসফিসে আলাপ আর ‘কজরা রে’-র তালে মেতে ওঠা এই তারকা-সন্তানদের দেখে চমকে উঠেছে নেটপাড়া। তাহলে কি ফের প্রেমে মজেছেন তারা?ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রতিবার দীপাবলির অনুষ্ঠানে অগস্ত্যকে দেখা যায় হয় মা শ্বেতা বচ্চনের সঙ্গে। অথবা তিনি হাজির হন দিদা জয়া বচ্চনের সঙ্গে। এ বার সেই রীতিতে পড়ল ছেদ। অন্য দিকে আরিয়ান খানের প্রথম সিরিজ় মুক্তি পাওয়ার পর থেকে মা গৌরী খান খানিক আড়ালে। মণীশের বাড়ির পার্টিতেও একাই গেলেন সুহানা। সেই পার্টিতেই অগস্ত্য ও সুহানাকে দেখা গিয়েছে কখনও ফিসফিস করে কথা বলতে, আবার কখনো নাচতে।অতীতে অনেকবার শোনা গেছে, অগস্ত্য তার...