এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক দফা কর্মসূচি হিসেবে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি দেওয়া হবে। তাদের এক দফা হলো, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ’। বৃহস্পতিবার ১৬ অক্টোবর, সকাল থেকে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে লাগাতার কর্মসূচি...