‘মানসিক সুস্থতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’ নিয়ে এক বিশেষজ্ঞ দল তৈরি করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এ দলের বিশেষজ্ঞরা দেখবেন এআই প্রযুক্তি কীভাবে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এবং কীভাবে এআইকে আরও নিরাপদ ও সহায়কভাবে ব্যবহার করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। বুধবার এক ঘোষণায় ওপেনএআই বলেছে, ব্যবহারকারীদের মানসিক ও আবেগ সংশ্লিষ্ট সুস্থতা নিয়ে কাজের জন্য এক পরামর্শক পরিষদ বা বিশেষজ্ঞ দল গঠন করছে তারা। ‘এক্সপার্ট কাউন্সিল অন ওয়েলবিয়িং অ্যান্ড এআই’ নামের এই পরিষদে মোট আটজন গবেষক ও বিশেষজ্ঞ থাকবেন। প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের সংযোগ নিয়ে কাজ করছেন তারা। এর আগে এসব সদস্যের মধ্যে কয়েকজন বিশেষজ্ঞ ওপেনএআইয়ের অভিভাবক নিয়ন্ত্রণ ফিচার তৈরিতে পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এআই কোম্পানির জন্য নিরাপত্তা ও তরুণ ব্যবহারকারীদের জন্য সুরক্ষা...