আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সরেজমিনে গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুদামের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ভেতরে বিভিন্ন রাসায়নিকের বিক্রিয়া হচ্ছে। সেখান থেকে ধোঁয়া ও গ্যাস সৃষ্টি হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিযান অব্যাহত রাখা হয়েছে। বিকেলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল এখানে আসবে। সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের চার সদস্যকে বিশেষ পোশাক পরে অক্সিজেন মাস্ক নিয়ে গুদামের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। প্রায় ২০ মিনিট পর তাঁরা বাইরে বেরিয়ে আসেন। ভেতরে যাওয়া ফায়ার সার্ভিসের এক সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, ভেতরে ক্রিমের মতো প্রায় হাঁটুসমান কেমিক্যাল রয়েছে। তাঁরা ফটক থেকে মাত্র দু-তিন ফুট ভেতরে যেতে পেরেছেন। গুদামের...