আনন্দে ভরপুর মুখ, হাতে মিষ্টির প্যাকেট আর চোখে ভবিষ্যতের স্বপ্ন-ভালো ফলাফল করা শিক্ষার্থীদের আজ যেন উৎসবের দিন। কেউ পরিবারের সঙ্গে উদযাপন করছে, কেউ বন্ধুদের নিয়ে ভাগ করে নিচ্ছে এই সাফল্যের আনন্দ। পরিশ্রমের ফল হাতে পেয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে স্কুল-কলেজ থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। ছবি: মাহবুব আলম ফল প্রকাশের পর সকাল থেকেই যেন বদলে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চেনা চিত্র। কারও চোখে আনন্দাশ্রু, কারও মুখে তৃপ্তির হাসি। বছরের পর বছর পরিশ্রম, রাত জেগে পড়া, অভিভাবকের ত্যাগ-সব মিলিয়ে আজ যেন সার্থক এক মুহূর্ত। ফল হাতে পেয়ে কেউ মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলছে, কেউ বাবার কাঁধে চেপে হাসছে উচ্ছ্বাসে। এই আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, তাদের পরিবারেরও। সন্তানের সাফল্যে চোখ ভিজে উঠেছে মায়েদের, বাবাদের মুখে গর্বের দীপ্তি। কেউ ভিডিও কলের মাধ্যমে দূরে থাকা প্রিয়জনের সঙ্গে...