জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট প্রক্রিয়া নিয়ে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনিভিত্তি ও বাস্তবায়ন আদেশের টেক্সট স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদের দল সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশ নেবে না। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে রাজধানীর তোপখানা রোডে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি উত্থাপন করে বলেন, আমরা আইনিভিত্তি ছাড়া বা অর্ডারের নিশ্চয়তা ছাড়া যদি জুলাই সনদে স্বাক্ষর করি, সেটা মূল্যহীন হবে। পরবর্তী সরকার এলে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে এবং তা নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে হবে। এনসিপি আহ্বায়ক জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...