ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনেও চমক দেখাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। এদিকে আজ শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নির্বাচন। এই নির্বাচনেও ছাত্রশিবির চমক দেখাতে পারে বলে মনে করছে সাধারণ শিক্ষার্থীরা। চাকসুর ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়েছেন। অপরদিকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের...