দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। এবার পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৭ দশমিক ৫ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন, অকৃতকার্য হয়েছে ৪৫ হাজার ৩৯ জন। এ বছর পাসের হার ৫৭ দশমিক ৫ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ৪২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েদের ফলাফল এবারও ছেলেদের চেয়ে ভালো। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৫০ হাজার ৫৪১ জন এবং মেয়ে ৫৫ হাজার ৮০ জন। পাস করেছে...