চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। ১১টি শিক্ষা বোর্ডের সম্মিলিত ফলাফলে দেখা গেছে, এবার পাস করেছেন মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এছাড়া, বকশিবাজারে ঢাকায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানান। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। গত বছর এই পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। তুলনামূলকভাবে এবার...