যশোর: এ বছর যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। সেইসাথে কমেছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও।এ বছর যশোর বোর্ডে শূন্য পাশের কলেজের সংখ্যাও বেড়েছে। চলতি বছর যশোর বোর্ড থেকে এইচএসসিতে পাশ করেছে ৫০.২০ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম। বোর্ড কর্তৃপক্ষের দাবি, জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি কিছু ঘাটতি ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে তারা বেরিয়ে এসেছেন। যে কারণে পাশের হার কমেছে। যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর এইচএসসি পরীক্ষায় এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৫৬ হাজার ৫০৯ জন।...