নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর ক্ষুদ্রতম প্রাণীদের মধ্যে অন্যতম হলো পিঁপড়া। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে "লিফ-কাটার পিঁপড়া" (Leaf-cutter ants) নামে এক প্রজাতির পিঁপড়ার শরীরের বাইরের আবরণে ক্যালসাইট ক্রিস্টাল বা খনিজ স্তর থাকার কথা বলা হয়েছে। এটি আধুনিক বিজ্ঞানীদেরকেও বিস্মিত করেছে। এই ক্রিস্টাল স্তর উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত, যা সাধারণত সমুদ্রের আর্চিন (urchin) প্রাণীর দাঁতে পাওয়া যায়। এই ক্রিস্টাল বর্ম তাদের লড়াইয়ের সময় আঘাত থেকে রক্ষা করে এবং ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ থেকেও বাঁচায়। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, এই ক্রিস্টাল বর্ম খুব সূক্ষ্ম বা মাইক্রন মাত্রার, যা খালি চোখে দেখা যায় না। এই ক্রিস্টাল স্তর কাঁচের মতো ভঙ্গুর, যার অর্থ পিঁপড়ার শরীরও ভঙ্গুর হতে পারে। পবিত্র কুরআনের সূরা আন-নামলের ১৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, যখন সুলায়মান (আ.) এর বাহিনী...