নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মেট্রোরেল চলাচল শুরু হওয়ার আড়াই বছরের বেশি সময় পর যাত্রীচাপ সামলাতে এবং সেবার মান বাড়াতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) এর সময়সূচিতে পরিবর্তন আনছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী রবিবার (সকাল) থেকে মেট্রোরেল আধঘণ্টা আগে চলাচল শুরু করবে এবং রাতে বর্তমান সময়ের চেয়ে আধঘণ্টা বেশি চলবে। উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে (আগের রাত ৯টার পরিবর্তে) এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে (আগের রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে) ছেড়ে আসবে। DMTCL জানিয়েছে, ট্রিপের সংখ্যাও ৭টি বাড়ানো হবে, ফলে দুটি ট্রেনের মধ্যে বিরতির সময় কিছুটা কমবে। এই সিদ্ধান্তে যাত্রীরা খুশি, বিশেষ করে যারা চাকরি...