চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এ বছর আলিম পরীক্ষায় অংশ নেন মোট ৮২ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৪৫ হাজার ৬৮ ছাত্র অংশ নিয়ে উত্তীর্ণ হন ৩৩ হাজার ৫৪৫ জন। আর ৩৭ হাজার ৭৪১ জন ছাত্রী অংশ নিয়ে পাস করেন ২৯ হাজার ৬৪ জন। মোট ৬২ হাজার ৬০৯ জন উত্তীর্ণ হন। এ বছর আলিম পরীক্ষায় ৪ হাজার ২৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে...