চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের ৮টি কেন্দ্র থেকে মোট ২৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৯ জন। পাসের হার ৯৫.৮৮ শতাংশ। বিদেশের ৮টি কেন্দ্রের মধ্যে দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। চলতি বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন। পাস করেছে ৩ লাখ ৩৩ ৮৬৪ জন, যার...