গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের। এর পর থেকেই উত্তপ্ত আসাম। প্রথমে প্রিয় শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন আসামবাসী। এর মধ্যে জুবিনের মৃত্যু ঘিরে নানা গুঞ্জন চাউর হয়। এর পর থেকেই বিচারের দাবিতে সোচ্চার ভক্তরা। তবে গতকাল বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেটা এতটাই যে পুলিশকে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয়। খবর ইন্ডিয়া টুডের গতকাল জুবিন গার্গের মৃত্যুর মামলায় গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত ব্যক্তিকে জেলা কারাগারে আনা হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তিদের গাড়ি জেলের ফটকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত ভক্তরা বিক্ষোভ শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভক্তরা অভিযুক্ত ব্যক্তিদের বহনকারী গাড়িতে পাথর নিক্ষেপ শুরু করেন। এতে বেশ কয়েকটি গাড়ি, এমনকি একটি পুলিশ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়।গ্রেপ্তার...