এইচএসসি ও সমমান পরীক্ষায় টানা গত ১৬ বছর ধরে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন এবং ছাত্রী ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। ছাত্রদের মধ্যে ৩ লাখ ৩৩ ৮৬৪ জন, পাসের হার শতকরা ৫৪.৬০ শতাংশ। ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, পাসের হার শতকরা ৬২.৯৭ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮.৩৭ শতাংশ বেশি। ২০০৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছেলেরা শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল। সে বছর মোট পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ। চলতি বছরের এইচএসসি ও সমমান...