এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের প্রকাশিত ফল শতভাগ সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন। তিনি বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য করিনি। এটাই শতভাগ সঠিক রেজাল্ট। আমরা কাউকে বিশেষ বিবেচনায় পাস করাইনি, যে যা লিখেছে ফলাফল তাই হয়েছে। খাতা মূল্যায়নে এমনটাই হওয়া উচিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয়ে। বিগত ২১ বছরে সবচেয়ে খারাপ রেজাল্ট এটি। সর্বশেষ ২০০৪-৫ সেশনে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।...