ব্রিটিশরা নিজেদের স্বার্থেই বঙ্গভঙ্গ করেছিল। একইসঙ্গে যে খেলাটা ১৮ শতকে খেলেছিল, সেটারই পুনরাবৃত্তি করেছিল বিশ শতকে। ১৮ শতকে সুযোগটি লুফে নিয়ে আঙুল ফুলে কলাগাছ না, বটগাছ হয়েছিল যারা, তারা এবার সুযোগ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে। সহিংস কার্যক্রমের মাধ্যমে বঙ্গভঙ্গ তারা রোধ করতে পেরেছিল। কিন্তু যে পরিণাম তাদের ভোগ করতে হয়েছিল, তা ছিল ভয়াবহ। কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয় রাজধানী, বাংলার আয়তনও কমানো হয়। আর এর মাত্র ৩০ বছর পর তারাই আবার বঙ্গভঙ্গ সম্পন্ন করেছিল, পরাজয়ের দুঃসহ যন্ত্রণা নিয়ে। অন্যদিকে বঙ্গভঙ্গ রদের ফলে যারা কষ্ট পেয়েছিল, তারাই শেষ হাসিটি হেসেছিল, আজ নতুন পতাকা আর নতুন মানচিত্র পেয়েছে। ১৯০৫ সালে যে অঞ্চলটি নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়েছিল, অনেকটা সেই এলাকা নিয়েই ১৯৪৭ সালের ১৪...