চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। প্রকাশিত ফলাফলে দেখা যায় চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫ হাজার ৬১০ জন। এদের মধ্যে ৭৭ হাজার ২৯১ জন ছাত্র ও ২৮ হাজার ৩১৯ জন ছাত্রী। কারিগরি শিক্ষা...