নিজস্ব প্রতিবেদক: একটি টেলিভিশন আলোচনায় জুলকারনাইন সায়ের মন্তব্য করেছেন যে, নাহিদ ইসলাম "সেইফ এক্সিট" প্রসঙ্গে যা বলেছেন, তা ভুল নয় বরং বাস্তবভিত্তিক ও বিবেচনাপ্রসূত। উক্ত আলোচনায় উপস্থাপিকা উল্লেখ করেন যে, "সেইফ এক্সিট" (Safe Exit) শব্দটি বর্তমানে রাজনৈতিক মহলে বহুল ব্যবহৃত হচ্ছে। তিনি জানতে চান, উপদেষ্টারা কি আদৌ ‘সেইফ এক্সিট’-এর কথা ভাবছেন? জবাবে, জুলকারনাইন সায়ের বলেন,নাহিদ ইসলাম বলেছেন যে, কিছু উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন এবং গণআন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন—এ কথা পুরোপুরি সঠিক। জুলকারনাইন সায়ের আলোচনায় আরও উল্লেখ করেন, একজন উপদেষ্টার স্বামী আবু বকর সিদ্দিক ও ছেলে প্রায় ৪০০-৫০০ কোটি টাকার মূল্যমানের একটি ফ্যাক্টরি (Hamid Sweaters) নিজেদের নামে স্থানান্তর করেন। উক্ত ফ্যাক্টরিতে প্রায় ৬০০ কর্মী কাজ করেন এবং এর মালিকানা পূর্বে ছিল নসরুল আহমেদ দিপু ও তার ভাই ইনতেখাবুল হামিদ-এর নামে।...