প্রায় তিন যুগ পর সব সংশয়ের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী (রাকসু), হল ও সিনেট নির্বাচন। যাতে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নিজেদের মত প্রকাশ করতে পারায় নির্বাচনের সঙ্গে জড়িতদের ধন্যবাদও দিচ্ছেন অনেকে শিক্ষার্থী ভোটাররা। শিক্ষার্থীরা বলছে, দশকের পর দশক ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত থাকতে হয়েছে। প্রচলিত রাজনৈতিক দলগুলোর স্বার্থের দ্বন্দ্বে ৩৫ বছর ঝুলেছিল রাকসু নির্বাচন। ফলাফল যেটাই হোক, এ নির্বাচন আগামীতে ইতিবাচক রাজনীতি ও শিক্ষার্থী অধিকার বাস্তবায়নে পথ দেখাবে বলেও মনে করছেন তারা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৪৩ পদে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে ৯১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে লড়ছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট ও বৈষম্যবিরোধী ছাত্র...