কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অবস্থিত ইটনা সরকারি কলেজ আবারও এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। চলতি বছরে কলেজটির পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে ২১.২৮% কমে গেছে, যা উত্তীর্ণের চেয়ে প্রায় দ্বিগুণ ফেলের সংখ্যা নির্দেশ করে। ইটনা সরকারি কলেজ সূত্রে জানা গেছে, এইচএসসি ২০২৫ পরীক্ষায় কলেজটি থেকে মোট ৪০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯২ জন অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৪১ জন এবং অকৃতকার্য হয়েছে ২৫১ জন। কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৩৫.৯৭ শতাংশ। এই হতাশাজনক ফলাফল স্থানীয় এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকরা দাবি করছেন, বারবার এমন খারাপ ফলাফলের জন্য ইটনা সরকারি কলেজের শিক্ষকদের অবহেলাই দায়ী। তাদের অভিযোগ, কলেজ প্রশাসনের নজরদারির অভাবে শিক্ষকরা নিয়মিত ক্লাসে যাচ্ছেন না, আর যারা যাচ্ছেন তারাও দায়িত্বহীনভাবে সময় কাটিয়ে...