ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর পরই এই অভিযোগ করেন তিনি।আরো পড়ুন:প্রাণ ফিরে পেতে যাচ্ছে রাকসু, রাত পোহালেই ভোটকাল ভোট, চলছে রাকসু ভবন প্রস্তুতের কাজ সকালে জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে যান ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী আবির। কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কথা ছিল প্রত্যেক প্রার্থীর এজেন্টরা ছবি যুক্ত ভোটার তালিকা দেখতে পারবেন। আজকে আমাদের পোলিং এজেন্টদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখতে বাধা দেওয়া হচ্ছে। তারা কিন্তু চাইলেই দেখতে পারছেন না। বিষয়টি আমি প্রধান নির্বাচন কমিশনার স্যারকে জানিয়েছি।” অনিয়ম হলে কিংবা বহিরাগতরা নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে...