আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সনদ নিয়ে শুধু একটি অনুষ্ঠানের প্রয়োজন নেই, আইনি ভিত্তি জরুরি। আজ বৃহস্পতিবার দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। তিনি দাবি করেন, ‘অর্ডার নিশ্চিত না হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলে সমস্যা বাড়বে।’ নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের সব বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না করেই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন সরকারের একটি ছলচাতুরী।’ তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়ে সনদের সমস্যাগুলো সমাধান করতে হবে। কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আলোচনার কোনো প্লাটফর্ম থাকবে না।’ নাহিদ ইসলাম বলেন, ‘সরকার...