এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হারে ধস নেমেছে। সোয়া ১২ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে পাঁচ লাখেরও বেশি। যেখানে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে পাশের হারে সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশের পর ফলাফলের তুলনামূলক চিত্রে এ তথ্য উঠে আসে। এ বছর সবচেয়ে বেশি পাশ করা ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। আর সবচেয়ে কম পাশ করা কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।আরও পড়ুনআরও পড়ুনHSC Result 2025: ঢাকা বোর্ডের রেজাল্ট যেভাবে দেখবেন অন্যদিকে রাজশাহীতে ৫৯ শতাংশ ৪০, যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশালে ৬২...