মানুষ ভুল করবে এটাই তার স্বভাব। আল্লাহ তায়ালা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, সে মাঝে মাঝে পাপের পথে পা বাড়ায়, ভুলে যায় নিজের সীমা, মগ্ন হয় দুনিয়ার মোহে। কিন্তু মহান আল্লাহ তাঁর বান্দার জন্য সেই ভুলের দরজা বন্ধ করেননি। বরং তিনি প্রতিদিন ডেকে যান তুমি ফিরে এসো, আমি ক্ষমা করতে ভালোবাসি। এই ফিরে আসার নামই তওবা, আর ক্ষমা প্রার্থনার নাম ইস্তিগফার। তওবা ও ইস্তিগফারের অর্থ : ‘তওবা’ শব্দটি আরবি তাওবা মূলধাতু থেকে এসেছে, যার অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অর্থাৎ, পাপের পথ থেকে ফিরে আল্লাহর দিকে আসা। আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, ক্ষমার পোশাক চেয়ে নেওয়া। ইস্তিগফার মানে শুধু মুখে বলা “আস্তাগফিরুল্লাহ” নয়, এর মধ্যে আছে অনুশোচনা, আত্মসমালোচনা এবং পুনরায় ভুল না করার দৃঢ় সংকল্প। আল্লাহ...