রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দিতে বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে ২৫টি বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। ইতোমিধ্যে রাজশাহী শহর ও আশপাশের এলাকা থেকে দুইটি বাস ক্যাম্পাসে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা ও দুপুর ১২টা এবং ২টায় সর্বমোট ছয়টি ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে বাস। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসগুলোর ব্যবস্থা করেছে।আরো পড়ুন:রাকসুতে ৭০ শতাংশ ভোটারের আশা উপাচার্যেররাকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ রাকসু নির্বাচন: ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ প্রশাসন জানিয়েছে, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ছয়টি ধাপে শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন,...