জাতীয় রাজনীতির সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি স্বীকৃতি ও জনমানসের কাছে স্পষ্টতা না এলে এমন কোনো প্রক্রিয়ায় তারা অংশ নেবে না। আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকে যাবে না দল। বৃহস্পতিবার সকালে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলছি জুলাই সনদে কোনো ধরণের ছাড় দেওয়া যাবে না। এটা যদি বাস্তব ভিত্তিতে না হয়, তাহলে সেটা কেবল রাজনৈতিক নাটক হয়ে দাঁড়াবে। এনসিপি এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পারে না। ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর থেকেই তৈরি হয় অনিশ্চয়তা। এর আগের দিন, বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা...