অ্যালেক্স হেলি তার ‘রুটস’ উপন্যাসে বলেছেন, ‘ঠিকঠাক ভাবে লেখা হলে কেবল বিজয়ী নয়, বিজিতদের ইতিহাসও মহত্তর হতে পারে।’’ আজ চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। শুধু তাই না অর্ধেকেরও কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।আরো পড়ুন:ত্বক সতেজ রাখতে এই ফল খেতে পারেনযুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’ সম্পর্কে জানলে চমকে যাবেন যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’ সম্পর্কে জানলে চমকে যাবেন আজ যারা ফেল করেছে, তাদের ফেল করার পেছনে ছোট ছোট অনেক কারণ যেমন থাকতে পারে, অনেক বড় কারণও থাকতে পারে। ফেল করা শিক্ষার্থীদের কথা যদি একটু মনোযোগ শোনার চেষ্টা করুন—আপনার এই সহানুভূতিশীল আচরণটুকু তার দায়বদ্ধতা বাড়াতে পারে, তাকে অদম্য করে তুলতে পারে, এবং নতুনভাবে শুরু করার প্রেরণা জোগাতে পারে। আমরা সাধারণত...