রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল মনোনীত প্রার্থী জাহিন বিশ্বাস এষা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রহমাতুন্নেসা হলে ভোটারদের সঙ্গে কথা বলা, কেন্দ্র পরিদর্শন এবং নিজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন প্রসঙ্গে নানা বিষয় তুলে ধরেন। এষা বলেন, শিক্ষার্থীরা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন। শিক্ষার্থীদের উপস্থিতি, উচ্ছ্বাস ও আগ্রহ দেখে মনে হচ্ছে সবাই আন্তরিকভাবে অংশ নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করবেন, নির্বাচন উপভোগ করবেন এবং যোগ্য প্রার্থীকে সততার সঙ্গে বেছে নেবেন। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি বিভিন্ন হলে নারী ভোটারদের সারি, নির্বাচনী পরিবেশ এবং প্রশাসনের তৎপরতা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “নির্বাচন এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে। আশা করি, ভোটগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”...