নিজস্ব প্রতিবেদক: বামপন্থী চারটি রাজনৈতিক দল জানিয়েছে, জুলাই জাতীয় সনদে তারা স্বাক্ষর করবে না। বুধবার এসব দল একযোগে জানান, সংবিধানের চারটি মূলনীতি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি এবং অন্যান্য কারণেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বামপন্থী দলগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। অন্যদিকে, গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সনদে অন্তর্ভুক্ত না হলে তারা স্বাক্ষর করবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “আগামীকাল পর্যন্ত যদি আমাদের দাবিগুলো সনদে প্রতিফলিত না হয়, তবে আমরা স্বাক্ষর করব না।” এ বিষয়ে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ...