ফুটবলীয় একজীবনে সবকিছুই জেতা হয়ে গেছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে তিনি। কখন যেনো সিদ্ধান্ত জানিয়ে দেন বুট জুড়ো তুলে রাখার। তবে মাঠে থাকা অবস্থায়ই নতুন এক ঘোষণা দিলেন মেসি। তার নামে অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্ট। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের প্রোডাকশন কোম্পানি ‘৫২৫ রোজারিও’ এই টুর্নামেন্টের আয়োজন করছে। টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘মেসি কাপ’। ছয়দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। যার ফাইনাল অনুষ্ঠিত হবে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়ামে। টুর্নামেন্টের ঘোষণা দিয়ে মেসি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি যুব ফুটবল টুর্নামেন্ট। যেখানে বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর কিছু ভবিষ্যৎ তারকা অংশ নেবে। এটা হচ্ছে আগামী প্রজন্মকে ঘিরে। সবাইকে জানাতে পেরে দারুণ উচ্ছ্বসিত।’ মেসির এই টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নেবে ক্লাবফুটবলের বড় বড়...