নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষার দ্বার উন্মোচনকারী এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এ বছর লক্ষাধিক শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা দুটি সহজ পদ্ধতিতে ঘরে বসেই দ্রুত তাদের রেজাল্ট জানতে পারবে। রেজাল্ট দেখার পদ্ধতি নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো: ১. অনলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে (মার্কশিটসহ বিস্তারিত) ফলাফল প্রকাশের সময় সার্ভারে কিছুটা চাপ থাকলেও, মার্কশিটসহ বিস্তারিত ফলাফল জানার জন্য দুটি সরকারি ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে: ১. প্রথমে এই ওয়েবসাইটে যান:www.educationboardresults.gov.bd * Year (বছর): পরীক্ষার বছর নির্বাচন করুন (যেমন: 2025) * Roll (রোল) ও Reg: No (রেজিস্ট্রেশন): আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন। * Verification Code (নিরাপত্তা সংখ্যা): স্ক্রিনে প্রদর্শিত গাণিতিক সমস্যার সমাধান করে বক্সে লিখুন। ৩. Submit (সাবমিট) বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ...