চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন। যারমধ্যে ২৯ হাজার ৬১ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৫৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৫৯৫ জন এবং ছাত্রী ১ হাজার ৬৭৩ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ-৫...