যুক্তরাষ্ট্রের গাড়ির মূল্যনির্ধারণ ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘কেলি ব্লু বুক’-এর তথ্য অনুযায়ী, সবচেয়ে জনপ্রিয় গাড়ির রং সাদা। এরপরই কালো (২২ শতাংশ) ও সিলভার (১৪ শতাংশ)। এর মধ্যে নিরাপত্তার দিক থেকে সাদা গাড়িই সবচেয়ে এগিয়ে। অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অ্যাকসিডেন্ট রিসার্চ সেন্টার ১৭ বছরের প্রায় ১০ লাখ দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখেছে, সাদা রঙের গাড়ির দুর্ঘটনায় পড়ার আশঙ্কা সবচেয়ে কম। এমনকি দিন-রাত—দুই সময়েই সাদা গাড়ি কালো গাড়ির তুলনায় ১২ শতাংশ কম দুর্ঘটনায় পড়ে। সাদার পরেই নিরাপদ হিসেবে আছে ক্রিম, হলুদ ও বেইজ (হলুদাভ বাদামি) রঙের গাড়ি। ওই একই গবেষণায় দেখা গেছে, কালো রঙের গাড়ি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ, অন্ধকার রাস্তায় বা রাতে কালো গাড়ি খুব সহজে চোখে পড়ে না। রংভেদে দুর্ঘটনার ঝুঁকি (সাদা গাড়ির তুলনায়) এমনভাবে ধরা পড়েছে— বিষয়টি আদতে বেশ সহজ—যত সহজে দেখা...