১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে হবিবুর রহমান হল, শহীদ আহমেদ আলী হল, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলসহ একাধিক কেন্দ্রে ভোটাররা এ ধরনের অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানাচ্ছেন, ভোট দেওয়ার পর সামান্য ঘষলেই আঙুলের কালি উঠে যাচ্ছে। অনেকে পানি দিয়ে পরীক্ষা করে দেখেছেন, কালি পুরোপুরি মুছে যাচ্ছে। এতে ভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আব্দুল জাব্বার বলেন, ভোট দেওয়ার পর হাত দিয়ে ঘষতেই দেখি কালি উঠে যাচ্ছে। যদি এমন হয়, তাহলে কেউ চাইলে আবার ভোট দিতে পারবে। এতে জাল ভোটের আশঙ্কা তৈরি হয়। সাংবাদিকতা বিভাগের...