নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বিনিয়োগের নামে চলছে একের পর এক ভয়াবহ প্রতারণা। অনলাইন থেকে অফলাইন, অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে শরিয়াহভিত্তিক ‘হালাল বিনিয়োগ’ প্রকল্প—সব জায়গায়ই লোভনীয় মুনাফার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে সাধারণ মানুষ তাদের সঞ্চয় সম্পদ হারাচ্ছেন। কেউ ব্যাংকে, কেউ শেয়ারবাজারে, কেউ আবার তথাকথিত শরিয়াহভিত্তিক বিনিয়োগে অর্থ রেখে নিঃস্ব হচ্ছেন। অথচ অধিকাংশ প্রতারক এখনও ধরাছোঁয়ার বাইরে। গত সরকারের শাসনামলে দুর্নীতি ও লুটপাট আর্থিক খাতকে জীর্ণ করে তুলেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের পুঁজি লুট হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর যোগসাজশে ব্যাংক, বীমা, শেয়ারবাজারসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছে। ফলে লাখ লাখ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর দেশের রাজনৈতিক, ব্যবসায়ী ও আমলা গোষ্ঠী দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অর্থনীতিবিদদের মতে, স্বল্প পুঁজিতে অল্প সময়ে বেশি লাভের লোভেই এসব প্রতারণা মূলত সফল হচ্ছে। শুরুতে অল্প অঙ্কে বিনিয়োগকারীদের নির্দিষ্ট...