রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। ভোটাররা উৎসবমুখর পরিবেশেই ভোট দিচ্ছেন। তবে চাকসুর মতো রাকসুতেও ভোটারদের হাতে দেওয়া ‘অমোচনীয়’ কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে।ভোটাররা অভিযোগ করছেন, নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল যে, নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহার করা হবে। কিন্তু সেটি হয়নি। ঘষা দিলেই উঠে যাচ্ছে সেই কালি।জুবেরী ভবন ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বের হয়ে আব্দুর রশিদ বলেন, আমাদের দাবি ছিল নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহার করার। কিন্তু প্রশাসন এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে।নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও এ বিষয়ে ঘোর আপত্তি তুলেছেন। ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচনে তারা অমোচনীয় কালি ব্যবহার করবে। তারা নাকি অমোচনীয় কালি আমদানি করেছিল। কিন্তু এতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে।‘জীবনের প্রথম...