শীতকাল এলেই অনেকের মাথায় দেখা দেয় বিরক্তিকর খুশকির সমস্যা। শুষ্ক আবহাওয়া ও রুক্ষ ত্বকের কারণে এ সময়ে খুশকি বেড়ে যায়।শুধু তাই নয়, কেউ কেউ সারা বছরই এ সমস্যায় ভোগেন। অনেকে নানা রকম কেমিক্যালযুক্ত হেয়ার প্রডাক্ট ব্যবহার করেও দীর্ঘস্থায়ী সমাধান পান না।পুষ্টিবিদদের মতে, খুশকির মূল কারণ যদি হয় ধুলো-ময়লা, ঘাম জমা বা অপরিষ্কার স্ক্যাল্প, তাহলে শুধু শ্যাম্পু করেই তা দূর করা সম্ভব নয়। তবে ঘরোয়া কিছু সহজ উপায় মেনে চললে খুশকি অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়।টক দই ব্যবহার করুনটক দই মাথার ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে এবং প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। মাথার ত্বকে টক দই লাগিয়ে ২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করলে খুশকি কমবে।লেবুর খোসার পানিলেবুর খোসায়...