রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা বলেছেন, একটি ক্যাম্পাসের সঙ্গে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনা করা ঠিক নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেক্ষাপট ও সংস্কৃতি এবং নিজস্ব পরিচিতি রয়েছে। এখানকার শিক্ষার্থীরা নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেন। সুতরাং কারও জয়-পরাজয়ের পূর্বাভাস দেওয়া অনুচিত। ভোটাররাই রাজা, তারা যাকে যোগ্য মনে করবেন তাকেই বিজয়ী করবেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এষা এসব কথা বলেন। এ সময় এষা কেন্দ্রের নারী ভোটারদের সারি, নির্বাচনি পরিবেশ এবং প্রশাসনিক তৎপরতাও পর্যবেক্ষণ করেন। ছাত্রদলের এই এজিএস প্রার্থী বলেন, শিক্ষার্থীরা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন। শিক্ষার্থীদের উপস্থিতি, উচ্ছ্বাস ও আগ্রহ দেখে মনে হচ্ছে সবাই আন্তরিকভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ...