বলিউডে ফের জল্পনার কবলে সোনাক্ষী সিনহা। গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ঝলমলে এক অনুষ্ঠানে যখন স্বামী জহির ইকবালের হাত ধরে উপস্থিত হলেন সোনাক্ষী, তখনই যেন ছড়িয়ে পড়ল এ গুঞ্জন। এরপর নেটদুনিয়া থেকে প্রশ্ন উঠে আসে, তবে কি মা হতে চলেছেন সোনাক্ষী, যা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আলোচনা শুরু হয় সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষী-জাহিরের উপস্থিতিকে কেন্দ্র করে। অভিনেত্রীর পোশাক আর আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন করে এই গুঞ্জন।লাল রঙের আনারকলিতে সেজেছিলেন সোনাক্ষী। তবে সবার নজর কাড়ে তার ওড়না। কাঁধ থেকে ওড়নাটি এমনভাবে নেমে এসেছিল যে, অনেকেরই মনে হয়েছে তিনি যেন পেটের অংশটি আড়াল করার চেষ্টা করছেন।জহিরের হাত ধরে রেড কার্পেটে অভিনেত্রীর হেঁটে আসার এই ছবি সামনে আসতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে।অনেকেরই...