এইচএসসিতে পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের উচ্চমাধ্যমিক, আলিম (ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র অথবা শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়। এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষায় অংশ...